রোববার, ৫ জানুয়ারী ২০২৫
বাঙালিদের নববর্ষের শুভেচ্ছা জানালেন কেরি
প্রকাশিত - এপ্রিল ১৪, ২০১৬ ১২:০৭ পিএম
বিশ্বের সকল বাঙালিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে জন কেরি বলেছেন, বারাক ওবামা ও আমেরিকার মানুষের হয়ে আমি বিশ্বের সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষ উদযাপনে বাংলাদেশ, ভারত ও পৃথিবীর সব বাঙালিদের সঙ্গে আমরাও আনন্দে উদ্বেলিত।
তিনি বলেছেন, পহেলা বৈশাখ নবযৌবন ও পুনর্মিলনের সময়। পরিবার, বন্ধুবান্ধব মিলে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপনের সময়। সামনে এগিয়ে যাওয়ার সময়।
জন কেরি বলেন, বিজ্ঞান, ব্যবসা, জনসেবা, আইন, চিকিত্সাসহ বিভিন্ন ক্ষেত্রে হাজারো বাঙালি আমেরিকানদের অবদানের স্বীকৃতি দেয়ার জন্য পয়লা বৈশাখ তাদের একটা সুযোগ। আমরা প্রত্যাশা ও আশাবাদ নিয়ে নতুন বছর শুরু করছি। শুভ নববর্ষ।
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.