বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
নজরুল বিশ্ববিদ্যালয়ে উৎসাহ, উদ্দীপনায় নববর্ষ পালন
প্রকাশিত - এপ্রিল ১৪, ২০১৬ ৬:৪২ পিএম
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নববর্ষ পালিত হয়েছে। সকাল ছয়টায় শাস্ত্রীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পহেলা বৈশাখকে বরণ করে নেয়া হয়। সকাল দশটায় বৈশাখের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
মঙ্গল শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোহীত উল আলম, ট্রেজারার প্রফেসর এ.এম.এম. শামসুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, শিক্ষক কর্মকর্তা, কর্মচারী, ছাত্রলীগ, শিক্ষার্থীসহ নানান পেশার মানুষ অংশগ্রহন করে।
শোভাযাত্রায় বাঘ, হাতি, ঘোড়া, মোরগ, বক, পুতুল, ব্যাঙ, পেঁচা, মুখোশ, পাখাসহ নানা রং বেরঙ্গের অনুষঙ্গ নিয়ে নেচে গেয়ে ঢাকঢোল, সানাই বাজিয়ে পহেলা বৈশাখ উৎযাপনে মেতে উঠে নজরুল বিশ্ববিদ্যালয়।
বেলা বারটায় শিক্ষার্থীদের মাঝে মুড়ি মুড়কি বিতরণ করা হয়। সাড়ে বারটায় শিক্ষার্থীদের অংশগ্রহনে উন্মুক্ত পরিবেশনা গান,নৃত্য,কবিতা অনুষ্ঠিত হয়।
বাংলার জনপদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের ঐতিহাসিক ধারাকে লালন করতে এবং বাংলার লোকসংস্কৃতির অসামান্য, অনন্য ও বর্ণাঢ্য ধারাকে সংরক্ষণের প্রয়াসে পহেলা বৈশাখকে স্বাগত জানাতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় ।
সানবিডি/ঢাকা/আজিজার/আহো
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.