অতীতের তুলনায় বেশি খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-২৫ ১৪:৩০:৪৭

অতীতের তুলনায় চলতি বছরে সবচেয়ে বেশি খাদ্য মজুত আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্যমন্ত্রী বলেন, সরকারি মজুতে প্রায় ১৯ লাখ ২৫ হাজার মেট্রিক টন চাল রয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
খাদ্যসংকটের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি বলেন, ধান সংগ্রহ এখনও চলছে। মাসে এক লাখ মেট্রিক টন করে ওএমএস দেয়া হচ্ছে। দেশে দুর্ভিক্ষ বা খাদ্যসংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই।
অন্যদিকে, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ধানের উৎপাদন রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে মানুষের জীবন মান উন্নয়নে কৃষি সবচেয়ে বড় ভূমিকা রাখবে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













