নাশকতার তিনটি মামলায় খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৬৬ জন নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ আদেশ দেন।
আসামি-পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার জানান, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে ৪ ডিসেম্বর খুলনা সদর, সোনাডাঙ্গা ও লবণচরা থানায় তিনটি মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। এ মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নেন। জামিনের মেয়াদ শেষে বুধবার নিম্ন আদালতে হাজির হলে তাদের জামিনের আবেদন জানানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহমেদ ইশতি, সদস্য সচিব তাজিম বিশ্বাস।
এর আগে গত মঙ্গলবার পুলিশের দায়ের করা নাশকতা মামলায় সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠান আদালত।
এম জি