বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের মাঠে লড়াই সবে জমতে শুরু করেছে। এর অন্যতম কারণ পাকিস্তানের তারকা ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স।কিন্তু মাঝ পথে এলো দুঃসংবাদ। বিপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের দেশে ফিরতে নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের একাধিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। তাদের দাবি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তানের গণমাধ্যমগুলো আরও জানায় ফ্র্যাঞ্চাইজিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয় পিসিবি। মূলত ক্রিকেটারদের নিয়ে পিএসএলের পরের আসরের প্রস্তুতি শুরু করতে এই ধরনের আবেদন জানায় ফ্র্যাঞ্চাইজিগুলো।
এক বিবৃতিতে পিসিবি জানায় পিএসএলে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত খেলার অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ ফ্র্যাঞ্চাইজিগুলোর আবেদনের ফরে আরও আগে ক্রিকেটারদের দেশে ফিরতে বলা হয়েছে।
এবার বিপিএলে অংশ নিয়েছেন বেশ কয়েকজন পাকিস্তানের তারকা ক্রিকেটার। এদের মধ্যে আছেন মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, নাসিম শাহ, ইফতিখার আহমেদ, আজম খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক, হাসান আলি।
আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর। উদ্বোধনী ম্যাচে মুলতানে বর্তমান শিরোপাজয়ী লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে মুলতান সুলতান।
আই এইচ