আইডিআরএ’র নতুন মুখপাত্র জাহাঙ্গীর আলম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-২৫ ১৭:১০:০০

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মো. জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (২৪ জানুয়ারি) তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত জাহাঙ্গীর আলম আইডিআরএ’র মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।
এর আগে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন সরকারের যুগ্মসচিব এস এম শাকিল আখতার, সে সময় তিনি কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে নিযুক্ত ছিলেন।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











