আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ ২৬ জানুয়ারি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে।
বুধবার সংবাদ সম্মেলনে দিবসটি উপলক্ষে নানা প্রস্তুতির কথা তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান। তিনি জানান, করোনার কারণে এবারও কাস্টমস দিবসের কার্যক্রম কিছুটা সীমিত করা হয়েছে। সে কারণে এবার শোভাযাত্রার আয়োজন স্থগিত করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে একটি সেমিনারের আয়োজন করবে এনবিআর। আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সেমিনারে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রতি বছরের মতো এবারও ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট প্রদান করা হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন থাকছে। রাজধানীর বাইরে বিভিন্ন কাস্টম হাউস ও আঞ্চলিক কাস্টমস স্টেশনগুলোতেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এম জি