সৌদিতে আকস্মিক বন্যা: নিহত ১৮
প্রকাশ: ২০১৬-০৪-১৫ ১৫:৩৪:৩৩

সৌদিতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে। সামরিক বাহিনী বন্যাকবলিত এলাকা থেকে এ পর্যন্ত ৯শ ১৫ জনকে উদ্ধার করেছে। খবর স্থানীয় আরব নিউজের।
বন্যা পরিস্থিতি সম্পর্কে সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুর্যোগ কবলিত এলাকা থেকে সাহায্যের জন্য ২৬ হাজারের বেশি ফোন কল এসেছে। এর মধ্যে শুধু মক্কা থেকেই এসেছে ১৩ হাজার ৭শ ৭১টি কল। এছাড়া রিয়াদ থেকে এসেছে ৬ হাজার ২শ ১২, বাহা থেকে ৪ হাজার ৫শ ৫৪, জাযান থেকে ৭শ ৫৭, মদিনা থেকে ৫৯, নাজরান থেকে তিন, হেইল থেকে ছয় এবং কাশিম থেকে সাহায্য চেয়ে ১৫টি ফোন কল করা হয়েছে।
উদ্ধারকর্মীরা বন্যাকবলিত বিভিন্ন এলাকার জনগণকে নিরাপদে সরিয়ে নিয়েছেন। এর মধ্যে রিয়াদ থেকে ২শ ২৫, মক্কা থেকে ৩শ ৮১, আসির থেকে ২শ ৫১, জাযান থেকে ১৮ এবং নাজরান থেকে দু`জনকে উদ্ধার করা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













