দেশের অন্যতম বৃহত্তর শিল্প গ্রুপ বসুন্ধরা এক্সিকিউটিভ ও সিনিয়র এক্সিকিউটিভের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। পদগুলোতে আগামী ২০ এপিল পর্যন্ত আবেদন করা যাবে।
এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ (বিজনেস ডেভেলপমেন্ট)
দুটি শূন্য পদে নিয়োগ দেয়া হবে। ব্যবসায় স্নাতক পাস প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। তবে পূর্ব শিক্ষাজীবনে বিজ্ঞান বিভাগ থাকলে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে নিয়োগ দেয়া হবে ঢাকায়।
এক্সিকিউটিভ - সেলস (টিস্যু ও হাইজিন প্রোডাক্ট)
উচ্চমাধ্যমিকে বিজ্ঞানসহ স্নাতক পাস প্রার্থীদের এই পদে নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেয়া হতে পারে পদটিতে।
এক্সিকিউটিভ - (সেলস-এমআইএস)
পরিসংখ্যান, এমআইএস বা মার্কেটিং থেকে এমবিএ, এমকম বা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া আবেদনকারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে নিয়োগ দেয়া হবে ঢাকায়।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন jobs.paper@bg.com.bd ইমেইল ঠিকানার মাধ্যমে। আবেদনের জন্য উল্লেখিত ইমেইল ঠিকানায় জীবনবৃত্তান্ত পাঠানো যাবে ২০ এপ্রিল-২০১৬ তারিখ পর্যন্ত।
সানবিডি/ঢাকা/আহো