সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। আলোচিত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৭ দশমিক ৬৬ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির গড়ে প্রতিদিন ১ কোটি ২৬ লাখ ৮ হাজার ৫০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৫ কোটি ৪ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৬ দশমিক ১৮ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৯ কোটি ৫৪ লাখ ৬ হাজার ৫০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৭৮ কোটি ১৬ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ১৫ দশমিক ৩৮ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকে ১৩ দশমিক ৭৯ শতাংশ, উত্তরা ব্যাংকে ১২ দশমিক ৮৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালে ১২ দশমিক ০৬ শতাংশ, কেয়া কসমেটিকসে ১০ দশমিক ৭৬ শতাংশ, প্রাইম ইসলামী লাইফে ১০ দশমিক ৪৬ শতাংশ, আইটিসিতে ১০ দশমিক ৩২ শতাংশ এবং তাল্লু স্পিনিংয়ে ১০ দশমিক ২৯ শতাংশ দর কমেছে।
সানবিডি/ঢাকা/আহো