বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপির ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা বিএনপির পদযাত্রা নয়, মরণযাত্রা।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার উত্তরার আজমপুর এলাকায় আমিন মার্কেটের সামনে 'বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের' প্রতিবাদে সমাবেশ ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির মরণযাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির গণজোয়ারে ভাটা। তাদের পদযাত্রা নয়, মরণযাত্রা শুরু হয়েছে। তারা পরাজিত হবে, আন্দোলনে হবে, আগামী নির্বাচনেও তাদের মরণ হবে—রাজনৈতিক মরণ।
নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ডাক দিলেই চলে আসবেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই করছি। রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথ আমরা ছাড়বো না আগামী নির্বাচন পর্যন্ত।
মানুষের পাশে থাকা আওয়ামী লীগের ৭০ বছরের ইতিহাস উল্লেখ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে হারলেও মানুষের পাশে আছি, জিতলেও থাকবো।
তিনি বলেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে, ভোট ডাকাতির বিরুদ্ধে। আন্দোলনে হবে নির্বাচনেও খেলা হবে। আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে। প্রস্তুত হয়ে যান, ঘরে ঘরে যান, মানুষের কাছে যান, জনসংযোগ করুন।
আই এইচ