বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এক্সিম ব্যাংক, শাশা ডেনিমস ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ১৭ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৯ পয়সা। আগামী ২২মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এক্সিম ব্যাংক
এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
আলোচিত সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৪৮ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৯ পয়সা। আগামী ১৪ জুলাই ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
শাশা ডেনিমস
শাশা ডেনিমসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
এর আগে প্রতিষ্ঠানটি ১০ শতাংশ অন্তর্বতীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল। সবমিলিয়ে কোম্পানিটির মোট লভ্যাংশ হয়েছে ২৫ শতাংশ।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫ টাকা ০৭ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪২ টাকা ৩৫ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২ জুন।
সোস্যাল ইসলামী ব্যাংক
সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
আলোচিত বছরে কোম্পানিটি কনসুলেটেড শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে টাকা ২ টাকা ৭৪ পয়সা। এই ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে।
সানবিডি/ঢাকা/আহো