দারুণ এক ফিফটিতে সিলেট স্ট্রাইকার্সকে জয় এনে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। উঠে যান সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষেও। তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচটিতে হেলমেট ছুড়ে ফেলার জন্য শাস্তিও পেতে হয়েছে বাঁহাতি ব্যাটারকে।
রবিবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে শান্তকে তিরস্কার করেছে বিসিবি। সেই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারায় সিলেট। ৪৪ বলে ৬০ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা হন শান্ত। তবে ১৩তম ওভারে আউট হয়ে ফেরার সময় মাঠের সীমানা দড়ি পেরিয়ে ডাগআউটের সামনে গিয়ে সজোরে মাটিতে হেলমেট ছুড়ে মারেন শান্ত। দুই দিকে ছিটকে পড়ে তার হেলমেটের দুই অংশ। ছিটকে যায় তার হাতের ব্যাটও।
ম্যাচ শেষে বিসিবির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় শান্তর বিরুদ্ধে, যেখানে বলা হয়েছে ক্রিকেট উপকরণের প্রতি অসম্মান কিংবা অব্যবহারের কথা। আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে ম্যাচ রেফারি দেবব্রত পাল শাস্তির ঘোষণা দেন। শান্ত তা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এবারের বিপিএলে এটি প্রথম ডিমেরিট পয়েন্ট শান্তর। চারটি ডিমেরিট পয়েন্ট পেলে তা রূপ নেবে সাসপেনশন পয়েন্টে। তখন নিষিদ্ধ হতে হবে এক ম্যাচের জন্য।
আই এইচ