সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১ এর দ্বিতীয় ত্রৈমাসিক অনিরিক্ষীত হিসাব (আন-অডিটেড রিপোর্ট), ৩১ শে ডিসেম্বর ২০২২ ইং সালের অনুমোদন করা হয়েছে। আজ ২৯ জানুয়ারী, ২০২৩ ইং তারিখে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১ এর ট্রাস্টি সভায় এটি অনুমোদন করা হয়েছে।
সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১ এর ৩১ শে ডিসেম্বর ২০২২ ইং সালের দ্বিতীয় ত্রৈমাসিকের অনিরিক্ষীত হিসাব অনুযায়ী ফান্ডের সকল সম্পদ ও দায় বিবেচনা করে। ফান্ডটির মোট নীট সম্পদের মূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৫৩৫,২৮৪,৬৩৪.০০ টাকা এবং বাজারমূল্যে ৬০৫,৭১৪,৯২২.০০ টাকা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১০.৬৮ টাকা এবং বাজারমূল্যে ১২.০৮ টাকা, নীট লভ্যাংশ ১০,১৪৩,৮৬০.০০ টাকা এবং ইউনিট প্রতি আয় ০.২০ টাকা।