আন্দোলন অব্যাহত রাখবে জাককানইবি শিক্ষক সমিতি
আপডেট: ২০১৫-১০-১৮ ০০:৫০:৫৩

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের দাবি সমূহ উপেক্ষা করে যদি অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশ হয় তবে প্র্কাশের পরদিন থেকে সর্বাত্মক আন্দোলনে যাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বাবিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষকরা। এক্ষেত্রে ১ নভেম্বর যদি বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন আন্দোলনের কর্মসূচি দিতে ব্যর্থ হয় তাহলে জাককানইবি শিক্ষক সমিতি এককভাবে আন্দোলনে যাবে। এক্ষেত্রে লাগাতার কর্মবিরতীসহ অন্যান্য কর্মসূচি পালন করবে তারা।
গত ১২ অক্টোবর বিশ্বাবিদ্যালয়ের সাইন্স বিল্ডিং-এ শিক্ষক সমিতির এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলাম সজীব সানবিডিকে জানান, ৮ম বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকগনের অবনমনের প্রতিবাদে ৩১ অক্টোবর পর্যন্ত জাককানইবি শিক্ষকগন কালো ব্যাচ ধারণ করে স্বাভাবিক কার্যক্রমে অংশগ্রহন করবে। এছাড়া শিক্ষক সমিতির সাধারন সম্পাদক তপন কুমার সরকার বলেন, শিক্ষকদের দাবি যৌক্তিক দাবি, এ দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













