“বর্তমান ভোটারবিহীন সরকার এখন দেশশাসক নয়, তারা মনে হয় নির্মম নিপীড়কে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক এম এ মান্নানকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতির মাধ্যমে তিনি এ মন্তব্য করন।
তিনি বিবৃতিতে বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর নির্মম ও অমানবিক আচরণে সারাদেশটাই এখন একটা বিশাল কারাগারে রুপান্তরিত হয়েছে। বিরোধী দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে গ্রেফতারের যে হিড়িক চলছে তাতে এ কথা সন্দেহাতীতভাবে বলা যায় যে, বর্তমান ভোটারবিহীন সরকার তাদের প্রতিহিংসার আগুন চরিতার্থ করতে এবং ক্ষমতা চিরস্থায়ী করতে পাগল হয়ে গেছে।
তিনি আরো বলেন, মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করে কিংবা বিনা কারনে বিরোধী নেতাকর্মীকে গ্রেফতার এখন মনে হয় সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে জামিনে মুক্ত থাকার পরও আজ রাতে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার সরকারের সেই অভ্যাসেরই বহি:প্রকাশ।
এ ছাড়াও তিনি বিবৃতিতে আরও বলেন, কেবলমাত্র প্রতিহিংসার কারনেই একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নানকে গ্রেফতার করা হয়েছে। সরকার কর্তৃক গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র পদ থেকে এম এ মান্নানের বরখাস্ত আদেশ আ্দালতের মাধ্যমে স্থগিত এবং তিনি জামিনে থাকা অবস্থায় তাঁকে গ্রেফতার সরকারের চরম নির্মমতা ছাড়া আর কিছুই নয়।
বিবৃতিতে মির্জা আলমগীর অবিলম্বে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক এম এ মান্নান এর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁর নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।
সানবিডি/ঢাকা/এসএস