তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২০১৩, ‘১৪ ও ‘১৫ সালে বিএনপি যেভাবে আগুন সন্ত্রাসের নৈরাজ্য চালিয়েছে, তাতে তারা যে ঘুরে বেড়ায় সেটাই আশ্চর্যের।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বিএনপির সমাবেশের চেয়ে রাজশাহীতে ১২ গুণ বড় হয়েছে আওয়ামী লীগের জনসভা। আওয়ামী লীগের প্রতি যে জনগণের সমর্থন আছে, রাজশাহী জনসভা সেটিই প্রমাণ করেছে।
এ সাক্ষাতে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতারা ২১তলা মিডিয়া কমপ্লেক্স তৈরিতে সহায়তার জন্য তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তথ্যমন্ত্রী এ ব্যাপারে তাদের আশ্বস্ত করেছেন।
এম জি