বেসরকারি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান মোহাম্মদ নাওয়াজের সব ধরনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।
মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মোহাম্মদ নাওয়াজের হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) বিএফআইইউ সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যাংকগুলোকে দেওয়া বিএফআইইউর চিঠিতে মোহাম্মদ নাওয়াজের পিতার নাম মোহাম্মদ ফারুক এবং মাতার নাম দেওয়া আছে সানোয়ারা বানু। সূত্রাপুর থানার ওয়ারীর বাসার ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র ও কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) উল্লেখ করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে মোহাম্মদ নাওয়াজের ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে চিঠিতে।
মোহাম্মদ নাওয়াজ ২০২১ সালের আগস্টে এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৪তম বোর্ড সভায় সর্বসম্মতিতে নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।
নাওয়াজ পুরান ঢাকার ব্যবসায়ী এবং শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম মোহাম্মদ ফারুকের ছোট ছেলে। তিনি যুক্তরাজ্য থেকে রসায়নে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন। তিনি এনওয়াই ট্রেডিং (ট্রেক হোল্ডার), ফেমাস গ্রুপ অব কোম্পানিজ, ফেমাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং (ফেমাসপ্যাক), ফেমাস ইবারকেম ফ্লেভারস অ্যান্ড ফ্রেগ্রেন্স ও ফেমাস পারফিউমারি সাপ্লাইয়ার্স-এর ব্যবস্থাপনা পরিচালক।
তিনি ইডেন মাল্টিকেয়ার হাসপাতালের পরিচালক এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য। মোহাম্মদ নাওয়াজ বাংলাদেশে ক্যারিবিয়ান রিপাবলিক অব গ্রানাডার অনারারি কনস্যুলার (প্রস্তাবিত)।
এএ