যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (৩০ জানুয়ারি) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে, জামিন আদেশের পাশাপাশি সুলতান সালাউদ্দিন টুকুকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে টুকুর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও জহিরুল ইসলাম সুমন।
উল্লেখ্য, গত বছর ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের ওপর হামলা ও উসকানি দেওয়ার অভিযোগে পরদিন ৮ ডিসেম্বর পুলিশ পল্টন থানায় মামলায় করে।
এম জি