রাজধানীর ভাটারায় ১০০ ফিট রোডে ট্রাকের ধাক্কায় রূপচান (২৮) নামের ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রূপচানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।
রূপচান ময়মনসিংহর ধোবাউড়া উপজেলার রঘুরামপুর গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর ভাটারা খিলবাড়িরটেক এলাকায় থাকেন।
নিহত রূপচানের স্বজনরা জানান, আহত হওয়ার খবরটি তারা পুলিশের মাধ্যমে জানতে পারেন। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করান। পরবর্তীতে তারা হাসপাতালে গিয়ে তাকে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পান। আজ সকালে রূপচানের মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত এমন দুর্ঘটনার খবর আমরা পাইনি।
এম জি