

ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পে ২৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে আঘাত হানা ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ওই ভূমিকম্পের পর স্থানীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর ডেইলি স্টার সানডের।
ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল রাজধানী কুইটো থেকে ১শ’ ৬০ কিলোমিটার দূরে মুইসনি শহরে। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এদিকে, ভূমিকম্পের কারণে বন্দর শহর গুয়াকুইল শহরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেশ কিছু এলাকার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবরে জানানো হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, উপকূলীয় প্রায় ৩শ’ কিলোমিটার এলাকাজুড়ে বিপজ্জনক ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।
https://youtu.be/AwtJSpcD5Aw