পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সিমেন্টের গত ৩ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৩০ পয়সা। কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,১৬-মার্চ,১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বছরের প্রথম ৩ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ১০ টাকা ৩০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৮ টাকা ৭১ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১২ টাকা ৫৮ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির এনএভি ছিল ১২৪ টাকা ১৭ পয়সা।
সানবিডি/ঢাকা/এসএস