জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি রওনা দেন বলে জানান তার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। বেলা ১১টার দিকে তিনি আদালতে পৌঁছান। বর্তমানে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার উপস্থিতিতে শুনানি চলছে। দুর্নীতির দুই মামলায়ই আজ আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে।
গত ৭ এপ্রিল আত্মপক্ষ শুনানির ধার্য দিনে খালেদা জিয়া আদালতে অনুপস্থিত ছিলেন। ওই দিন ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার তাকে ১৭ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ দেন।
২০১৪ সালের ১৯ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০১১ সালের ৮ আগস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এ মামলায় তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।
মামলাটিতে বিএনপি নেতা সচিব হারিছ চৌধুরী ও তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।