৩৬ ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০২-০১ ১২:৫৫:২১
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত আপডেট করে চলেছে নিজেকে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে প্ল্যাটফর্মটি। বিভিন সময় পুরোনো ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ তাদের অ্যাক্সেস বন্ধ করে দেয়।
মূলত কিছু দিন পর পরই হোয়াটসঅ্যাপ অ্যাপের মিনিমাস সিস্টেম রিকোয়ারমেন্ট আপডেট করে। যার ফলে কিছু কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আর কাজ করে না। এজন্য পুরোনো মডেলের ফোনগুলোতে হোয়াটসঅ্যাপের আপগ্রেড ভার্সন কাজ করে না।
এবার নতুন বছরেও সেই ধারাবাহিকতায় বন্ধ হচ্ছে ৩৬টি ফোনে হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস। এরমধ্যে বেশ কয়েকটি আইফোনও রয়েছে। আজ থেকে অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকেই এসব ফোনে আর হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করতে পারবেন না ব্যবহারকারীরা। চলুন দেখে নেওয়া যাক সেই ফোনগুলোর নাম-
স্যামসাং গ্যালাক্সি কোর, স্যামসাং গ্যালাক্সি এসি ২, স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড লাইট, স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড ওয়ানআই, স্যামসাং গ্যালাক্সি এক্স কভার ২, অ্যাপল আইফোন ৬এস, অ্যাপল আইফোন ৬এস প্লাস, অ্যাপল আইফোন এসই (১ম গিন), ভিনকো ডার্কনাইট, আর্কোস 53 প্লাটিনাম, জেডটিই ভি৯৫৬- উমি এক্স২, জেডটিই গ্রান্ড এস ফ্লেক্স, জেডটিই গ্রান্ড মিমো, হুয়াওয়ে অ্যাসেন্ড মেট, হুয়াওয়ে অ্যাসেন্ড জি৭৪০, হুয়াওয়ে অ্যাসেন্ড ডি২, এলজি অপটিমাস এল৩ ওয়ানআই ডুয়াল, এলজি অপটিমাস এল৫ ওয়ানআই, এলজি অপটিমাস এল৫ ওয়ানআই, এলজি অপটিমাস এফ৫, এলজি অপটিমাস এল৩ ওয়ানআই, এলজি অপটিমাস এল৩ ওয়ানআই, এলজি অপটিমাস এল৭ আইআই, এলজি অপটিমাস এল৫ ডুয়াল, এলজি অপটিমাস এল৭ ডুয়াল, এলজি অপটিমাস এফ৩, এলজি অপটিমাস এফ৩, এলজি অপটিমাস এফ৩কিউ, এলজি অপটিমাস এল২ ওয়ানআই, এলজি অপটিমাস এল৪ ওয়ানআই, এলজি অপটিমাস এফ৬, এলজি অ্যাক্ট, এলজি লুসিড ২, এলজি অপটিমাস এফ৭, সনি এক্সপেরিয়া এম, লেনোভো এ৮২০, ফিয়া এফ১টিএইচ১ ডব্লিউ৮, ভিকো সিঙ্ক ফাইভ
আই এইচ