আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। এ নিয়ে টানা ৩ মাস মূল্যবান ধাতুটির মূল্য বৃদ্ধি পেলো। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের দর কমেছে। পাশাপাশি দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার কমাতে পারে।
এই প্রত্যাশায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট দর বেড়েছে শূন্য দশমিক ২৩ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১ হাজার ৯২৩ ডলার ২৩ সেন্টে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি যার দর নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৯৪৩ ডলার ৬০ সেন্টে।
এদিন মার্কিন ডলার সূচক আরও কমেছে। এ নিয়ে টানা ৪ মাস প্রধান বৈশ্বিক মুদ্রার দাম কমলো। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে অধিক আকর্ষণীয় হয়ে উঠেছে স্বর্ণ। ফলে ব্যাপক চাঙা হয়েছে বুলিয়ন মার্কেট।
শিকাগোর ব্লু লাইন ফিউচার্সের প্রধান বাজার কৌশলবিদ ফিলিপ স্ট্রেইবল বলেন, চলতি সপ্তাহে বেশ কয়েকটি অর্থনৈতিক ইভেন্ট আছে। আপাতত সেদিকে নজর দিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণের মূল্য বাড়ছে। আগামীতে অস্থির হতে পারে বিশ্ববাজার।
২০২২ সালে টানা ৪বার ৭৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ায় তারা। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে খাদ্যশস্য সরবরাহ ব্যাহত হয়। এতে মূল্যস্ফীতি বেড়ে যায়। মূলত তা নিয়ন্ত্রণেই এই পথে হাঁটেন ইউএস নীতি-নির্ধারকরা।
তবে গত ডিসেম্বরে সেই হার নেমে আসে ৫০-এ। এবার ফেডের আরও কমার প্রত্যাশা করা হচ্ছে। যেটা হতে পারে ২৫ বেসিস পয়েন্ট। সুদহার কমাতে পারে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকও (ইসিবি)। ৭৫ থেকে ৫০ বেসিস পয়েন্টে পৌঁছতে পারে তারা।
এএ