তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারকে ধাক্কা দিয়ে ফেলতে গিয়ে বিএনপি কোমড় ভেঙ্গে গেছে। তাই তারা এখন হাটার কর্মসূচি দিয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপনির্বাচনে ভোটার উপস্থিত কম থাকা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, আগামী এক বছর পড়েই জাতীয় নির্বাচন সেটাও ভোটার উপস্থিত কম হবার কারণ।
ব্রাক্ষণবাড়িয়ায় আব্দুস সাত্তারকে বিএনপি ধরে রাখতে পারে নাই সেটা তাদের ব্যর্থতা। গতকালের নির্বাচন ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে অনেক ভাল আর সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেন হাসান মাহমুদ।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের পথেই হাটবে এটাই প্রত্যাশা। আগামী নির্বাচনে জয়ের সম্ভাবনা দেখছে না বলেই তারা মানুষকে নির্বাচন বিমুখ করছে।
এম জি