রাজশাহীতে বরই গাছে ঢিল ছুঁড়তে মানা করায় বাড়িতে ঢুকে কাজেম আলী বিদ্যুৎ (৪০) নামের এক যুবককে ছুরিকাঘাত হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় নগরীর ১৯ নম্বর ওয়ার্ড ছোটবনগ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে। তার পিতার নাম শমসের আলী।
বিদ্যুতের পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা হলেন আকাশ, নাসিম ও শুভ। সবার বয়স ২০-২২ এর মধ্যে। এর মধ্যে নাসিম ছুরি দিয়ে আঘাত করে বিদ্যুৎকে। নাসিমের বাড়ি নগরীর বারো রাস্তার মোড়ে।
তারা আরও জানান, ওই তিনজন দুপুরে বরই গাছে ঢিল মারছিল। সেই ঢিল বাড়ির টিনে পড়ায় বিদ্যুৎ ঢিল ছুঁড়তে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ তারা বাড়ির দেওয়াল টপকে প্রথমে বিদ্যুৎকে মারধর করে। পরে নাসিম ছুরি বের করে বিদ্যুৎকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিদ্যুৎকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নগরীর পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনায় এ ঘটনা ঘটে। পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
এম জি