নরসিংদী মাধবদীর নোয়াপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ আশিক মন্ডল ওরফে ওয়াসিত নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নরসিংদী গোয়েন্দা পুলিশ। সোমবার ভোর ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মাধবদীর নোয়াপাড়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আশিক মন্ডল ওরফে ওয়াসিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার পারচৌকা গ্রামের ধীরেন মন্ডলের ছেলে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার জানান, রোববার রাতে মাধবদীর নোয়াপাড়ায় অস্ত্র বিক্রি হবে এমন তথ্যের ভিত্তিতে আমরা দীর্ঘ সময় ধরে অত্র এলাকায় অভিযান চালাই। পরে ভোর ৫টার দিকে নোয়াপাড়া এলাকার একটি পেট্রোল মাম্পের সামনে থেকে আশিক মন্ডল নামের একজনকে সন্দেহ জনকভাবে চেক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আশিক একজন অস্ত্র ব্যবসায়ী। সে কন্ট্রাকের মাধ্যমে অস্ত্র ব্যবসা করে থাকে। তার নামে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো