তিন দিনের সফরে শ্রীলঙ্কায় গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।
শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা ত্যাগ করেন তিনি।
জানা গেছে, সফরকালে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে ও প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনের সঙ্গে সাক্ষাৎ করবেন ড. মোমেন। এ ছাড়া শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বিমলা রায় ও পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারের সঙ্গেও সৌজন্য বৈঠক করবেন তিনি।
শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক সংকটে দেশটির পাশে দাঁড়ানো ও দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার আশ্বাস দিতে পারেন ড. মোমেন।
এম জি