এশিয়ায় ১১ শতাংশ বেড়েছে জ্বালানি তেল আমদানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০২-০৩ ১৯:৫৫:১৮
চলতি বছরের প্রথম মাসে এশিয়ায় ইতিহাসের সর্বোচ্চ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছে। আমদানি বাড়া-কমার পেছনে সাধারণত শীর্ষ আমদানিকারক চীনের প্রভাব থাকে সবচেয়ে বেশি। তবে এ মাসে রেকর্ড আমদানিতে দেশটির অবদান ছিল না। চীন ও জাপান ছাড়া অন্যান্য দেশে আমদানি বেড়েছে। খবর রয়টার্স।
এ বিষয়ে জ্বালানি তেলের বাজার গবেষণা প্রতিষ্ঠান রেফিনিটিভের সমন্বিত তথ্যানুযায়ী, জানুয়ারিতে এশিয়ার দেশগুলোয় প্রতিদিন ২ কোটি ৯১ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছে, যা ডিসেম্বরের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ বেশি। ওই সময় প্রতিদিন ২ কোটি ৬২ লাখ ২০ হাজার টন করে আমদানি হয়েছিল।
রেফিনিটিভ জানায়, গত বছরের নভেম্বরে এশিয়ায় ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি তেল আমদানি রেকর্ড করা হয়। আমদানির পরিমাণ ছিল দৈনিক ২ কোটি ৯১ লাখ ব্যারেল। গত মাসে এর চেয়েও বেশি আমদানি হয়েছে। কভিড-১৯-সংক্রান্ত বিধিনিষেধ থেকে চীনের অর্থনীতি পুনরুজ্জীবিত হতে শুরু করায় দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ব্যাপক হারে বাড়বে বলে ধারণা করছিলেন বাজারসংশ্লিষ্টরা। কিন্তু বাস্তবে তেমনটা ঘটেনি।
জানুয়ারিতে চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ১ কোটি ৯ লাখ ৮০ হাজার ব্যারেল, যা গত বছরের ডিসেম্বরে আমদানীকৃত ১ কোটি ১৩ লাখ ৭০ হাজার এবং নভেম্বরের ১ কোটি ১৪ লাখ ২০ হাজার ব্যারেলের চেয়ে কম। সংশ্লিষ্টরা বলছেন, আমদানি তুলনামূলক কমে যাওয়ার মূল কারণ চীনে নতুন বছরের ছুটি। এ কারণে চলতি মাসের আমদানিও কিছুটা নিম্নমুখী থাকতে পারে। তবে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এর পরের মাস থেকে আমদানি ব্যাপক হারে বাড়ার প্রত্যাশা রয়েছে।
এনজে