ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৩ দশমিক ৯৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০০ কোটি ৭৫ লাখ ৫৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২০ কোটি ১৫ লাখ ১০হাজার ৬০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বেড়েছে ২৪ দশমিক ১৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৬ কোটি ১৭ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ২৩ লাখ ৫২ হাজার ৮০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডের শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬২ কোটি ১৫ লাখ ৩২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৪৩ লাখ ৬ হাজার ৪০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–মনুস্পুল পেসারের ৯.৭২ শতাংশ, সামিট অ্যালায়েন্স ৯.৬৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকস ৮.৪২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টস ৭.৯৭ শতাংশ, জেনেক্স ইনফোসিস ৭.৮৯ শতাংশ, ইস্টার্ন হাউজিং ৬.১৮ শতাংশ এবং হা ওয়েল টেক্সটাইল ৬.১৮ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস