ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আমরা টেকনোলজি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১০ দশমিক ৩৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২০ কোটি ২৭ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৫ লাখ ৪২ হাজার ৮০০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১০ দশমিক ১৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩০ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ই-জেনারেশনের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৯০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৮ কোটি ৩০ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬৬ লাখ ১১ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–মেট্রো স্পিনিং ৭.৭৮ শতাংশ, বসুন্ধরা পেপার ৭.১৪ শতাংশ, ফারইস্ট ইসলামি লাইফের ৬.১৮ শতাংশ, ন্যাশনাল হাউজিং ৫.৫৪ শতাংশ, সন্ধানী লাইফ ৫.১৮ শতাংশ, বিকন ফার্মা ৪.৯৬ শতাংশ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.৯১ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস