বাংলাদেশ পৃথিবীর ভূকম্পন প্রবণ এলাকার মধ্যে অন্যতম। রাজধানী ঢাকা রয়েছে ঝুঁকির তালিকায় শীর্ষে। মাঝারি ধরনের কম্পনেই ধসে পড়তে পারে রাজধানীর ৮০ শতাংশ ভবন। নিরাপদে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ও। মাঝারি মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন ও অনুষদ ভবনগুলো।
এরই মধ্যে কয়েকটি আবাসিক হল ও কলা ভবনের কক্ষে ফাঁটল দেখা গেছে। আজ (সোমবার) কলা ভবনের ৪০১৭ নং কক্ষে গিয়ে দেখা যায় দেওয়াল এবং সিলিং ধসে পড়ার চিহ্ন।
সাধারণ শিক্ষার্থীরা ঝুঁকি নিয়েই ক্লাস করছে। যেকোন মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। শঙ্কার মাঝে রয়েছে হাজার হাজার শিক্ষার্থীর জীবন। যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে শোকের ছায়া নেমে আসতে পারে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
সানবিডি/ঢাকা/আহো