চট্টগ্রামে বিএনপির সমাবেশস্থল থেকে এক কিলোমিটার দূরত্বে এক ঘণ্টার ব্যবধানে কর্মসূচি দিয়েছে মহানগর আওয়ামী লীগ।
শনিবার (৪ ফেব্রুয়ারি ) বেলা দুইটার দিকে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে নুর আহমদ সড়কে ক্ষমতাসীন দলের ‘উসকানিমূলক পাল্টা’ কর্মসূচির প্রতিবাদে এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে সমাবেশ করবে বিএনপি।
আর নুর আহমদ সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে নগরের আন্দরকিল্লা চত্বরে বেলা তিনটায় ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ শান্তি সমাবেশের ডাক দিয়েছে নগর আওয়ামী লীগ। এক কিলোমিটার দূরে ক্ষমতাসীন দল ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিভাগীয় সমাবেশকে সফল করতে ১০ দিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছে চট্টগ্রাম বিএনপি। চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের নেতা-কর্মীরা এ সমাবেশে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। নেতা-কর্মীদের আশা, নগরের পলোগ্রাউন্ডের সমাবেশের মতো বড় জমায়েত হবে।
চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান বলেন, অনেক সাধারণ লোকজনও বিএনপির সমাবেশে অংশ নেবেন প্রতিবাদ জানাতে।সমাবেশে বিএনপির স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
নগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সমাবেশে নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
আওয়ামী লীগের এ সমাবেশ পাল্টা সমাবেশ নয় বলে মন্তব্য করেছেন দলের সহসভাপতি খোরশেদ আলম। তিনি বলেন, ‘বিএনপিকে আমরা আওয়ামী লীগের সমকক্ষ মনে করি না। তাদের পাল্টা সমাবেশ কেন আওয়ামী লীগ করতে যাবে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, সমাবেশগুলো যাতে শান্তিপূর্ণভাবে হয়, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ।
আই এইচ