বান্দরবানের থানছি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার এলাকা থেকে অপহৃত ৩ গরু ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, আলীকদম উপজেলার বাসস্ট্যান্ড এলাকার আবু বক্কর (৪০), আকতার আলী (৩৫) এবং মো. সাহবুদ্দীন (৩২)। এর আগে শুক্রবার বিকেলে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা।
থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, অপহৃত তিন গরু ব্যবসায়ীর গলাকাটা মরদেহ করা হয়েছে। আর অপহরণের ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো