বিএনপির নতুন নির্বাহী কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব নেতাদের নাম ঘোষণা করেন।
ঢাকা বিভাগে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল। চট্টগ্রাম বিভাগে সহ-সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান শামীম, আবুল হাসেম বক্কর। রাজশাহীতে আবদুল মবিন তালুকদার খোকা, শাহীন শওকত। খুলনায় অনিন্দ ইসলাম, জয়ন্ত কুন্ড। বরিশাল বিভাগে আখন্দ কুদ্দুস, মাহমুদুল হক নান্নু। সিলেটে দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন মিলন। রংপুর বিভাগে শামসুজ্জামান, জাহাঙ্গীর হোসেন।
এছাড়া কুমিল্লা বিভাগে সাংগঠনিক সম্পাদক হিসেবে কর্নেল অব আনোয়ারুল অাজিমকে মনোনীত করা হয়েছে। এ বিভাগে সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোশতাক হোসেন, আবদুল আউয়াল খান। ময়মনসিংহে সহ-সাংগঠনিক শরীফুল আলম, ওয়ারেস আহমেদ মামুদ। ফরিদপুরে আলী নেওয়াজ খৈয়ম, সেলিমুজ্জামান সেলিম।
সানবিডি/ঢাকা/আহো