বগুড়ায় শিবগঞ্জ উপজেলার মহাস্থানে ট্রাকচাপায় আজিজুল হক (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মহাস্থান সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। আজিজুল শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের আলীগ্রাম উত্তরপাড়ার আবু তালেবের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই হাফিজ উদ্দিন জানান, ব্যাটারিচালিত ভ্যানে টমেটো নিয়ে মহাস্থান থেকে মোকামতলার দিকে যাচ্ছিলেন আজিজুল হক। এ সময় তিনি মহাস্থান হাটের সেতুর কাছে পৌঁছালে পণ্যবাহী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি।
এদিকে ধুনটে ট্রাকচাপায় আহত ছাত্রী সুমি খাতুন (১৯) মারা গেছেন। সোমবার ভোর ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুমি সিরাজগঞ্জ জেলা সদরের বাহুকা গ্রামের মগর আলীর মেয়ে।
ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রোববার বিকেলে সুমিসহ পাঁচ শিক্ষার্থী বেড়ানোর জন্য সিরাজগঞ্জ সদর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ধুনট শহর হয়ে শেরপুরের দিকে যাচ্ছিল। পথে উল্লাপাড়া মোড়ে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশা চালক ও পাঁচ শিক্ষার্থী আহত হলে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ আল মামুন (১৯) নামে একজন মারা যান। পরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে সুমির মৃত্যু হয়।
নিহত ও আহতরা সকলেই সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। আহত অন্যান্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সানবিডি/ঢাকা/আহো