বেনজির ভুট্টোকে হত্যার পরিকল্পনা মুশারফের?

আপডেট: ২০১৬-০৪-০২ ১৩:১১:৩৬


benazirbhutto=casemushar2013_106698_lপাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান পারভেজ মুশারফের বিরুদ্ধে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার অভিযোগ উঠল। এক শীর্ষস্থানীয় মার্কিন সাংবাদিকের চাঞ্চল্যকর রিপোর্টে এই অভিযোগ উঠে এল।

মার্কিন সাংবাদিক মার্ক সিগেলের চার পাতার এক রিপোর্টে দাবি করা হয়েছে, তাঁর কাছে এক গোপন ফোন কলের রেকর্ড রয়েছে, যাতে ধরা পড়েছে ভুট্টোকে হত্যার চক্রান্ত।

ফোন কল মোতাবেক, মুশারফের তিন সঙ্গী এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। যাদের মাথায় ছিলেন খোদ প্রাক্তন সেনাপ্রধান। এদিকে তাঁকে যে হত্যা করা হতে পারে, সে আশঙ্কা মুশারফের সামনেই প্রকাশ করেন ভুট্টো। মুশারফকে তিনি অনুরোধ করেন, বিদেশ থেকে বিশেষ নিরাপত্তারক্ষীদের নিয়ে আসতে। কিন্তু সেই অনুরোধ নস্যাৎ করে দেন মুশারফ।

শুধু তাই নয়, ভুট্টোর নিরাপত্তা বলয়ে মোবাইল জ্যামার লাগানো থাকলেও তা আদতে কাজ করছিল না বলেও দাবি করেছেন মার্ক সিগেল।

ভুট্টো, পাকিস্তানের দু’বারের প্রধানমন্ত্রী ২০০৭ সালে রাওলপিন্ডিতে এক বিস্ফোরণে মারা যান। সে সময় মুশারফ ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ছিলেন মুশারফ। যদিও তিনি নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নস্যাৎ করে দেন। তাঁর বিরুদ্ধে বহু মামলা এখনও ঝুলে রয়েছে। ৭২ বছরের মুশারফের দেশের বাইরে যাওয়ার উপর রয়েছে নিষেধাজ্ঞা।