তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪১ জনে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শত শত মানুষ এখনো ধ্বংসস্তুপের নিচে আটকা আছেন বলে ধারণা। তুরস্ক ও সিরিয়া— উভয় দেশের ভূমিকম্প কবলিত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চলছে।
তুরস্কের বিপর্যয় ও জরুরি ব্যবস্থাপনা অ্যাজেন্সির বরাতে অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, দেশটির বিভিন্ন প্রদেশে ভূমিকম্পে অন্তত ২৮৪ জন নিহত হয়েছেন এবং ৪৪০ জন আহত হয়েছেন।
গার্ডিয়ান জানায়, সিরিয়ার আলেপ্পো ও হামা শহর থেকে তুরস্কের দিয়ারবাকির পর্যন্ত উত্তর-পূর্বে ৩৩০ কিলোমিটারের বেশি বিস্তৃত আন্তঃসীমান্ত এলাকার ভবনগুলি ভূমিকম্পে ধসে পড়ার খবর পাওয়া গেছে।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় বলেছেন, ভূমিকম্পে দেশটির গাজিয়ানটেপ ও কাহরামানমারস প্রদেশের প্রায় ৯০০ ভবন ধ্বংস হয়েছে। ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর ইস্কান্দারউনে একটি হাসপাতাল ধসে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।
এর আগে স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এ ভূমিকম্প দেশ দুটিতে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।
এম জি