পিএসএলের ডাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথেই পাকিস্তানে উড়াল দিয়েছিলেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। তবে রাউন্ড লিগের শেষ ম্যাচে জয় তুলে শীর্ষস্থান নিশ্চিত করতে তাদের আবার ফিরিয়ে আনছে সিলেট স্ট্রাইকার্স।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে সিলেটের ব্যাটিং কোচ তুষার ইমরান বলেন, 'একটা সারপ্রাইজ আছে। আমির-ইমাদ হয়তো ব্যাক করতে পারে একটি ম্যাচের জন্য। আশা করছি তারা এসে খেলবে একটি ম্যাচ। আমাদের একটি ম্যাচ যেহেতু ভাইটাল। ম্যাচটা জিততে পারলে হয়তো আমরা শীর্ষে থেকে শেষ করব।'
চলতি আসরের শুরু থেকে উড়ছে সিলেট স্ট্রাইকার্স। ১১ ম্যাচে ৮ জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে মাশরাফী বিন মোর্ত্তজারা। তবে টেবিলের শীর্ষস্থান শেষ পর্যন্ত ধরে রাখা নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা।
সিলেটের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই, তিন ও চার নম্বর স্থান দখল করে আছে যথাক্রমে ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। ফলে মাশরাফীরা আর একটি ম্যাচ হারলে, অন্য তিন দল সুযোগ পেয়ে যাবে টেবিলের শীর্ষস্থান দখলের।
পাকিস্তানের দুই ক্রিকেটার ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরের অনুপস্থিতিতে শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে হেরেছিল সিলেট। নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে খেলতে তাদের ছাড়তে হয়েছিল স্ট্রাইকার্স শিবির।
তবে সিলেট চাইছে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে যে কোনো উপায়ে জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান দখলে রাখতে। যার কারণে ম্যানেজমেন্ট আলাপ আলোচনা করে ৮ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগে আবার ফিরিয়ে আনছে অলরাউন্ডার ইমাদ ও পেসার আমিরকে।
রাউন্ড রবিন লিগ শেষে সিলেটকে লড়াই করতে হবে শিরোপার জন্য। মাশরাফীর নেতৃত্বে প্রথমবার সিলেট ফ্র্যাঞ্চাইজির সামনে ট্রফি উঁচিয়ে ধরার হাতছানি। ফলে প্লে অফের ম্যাচগুলো আরও গুরুত্বপূর্ণ তাদের জন্য।
আই এইচ