টাঙ্গাইলে ৫টি চেক জালিয়াতির ৪৭ লাখ টাকার প্রতারণা মামলায় ইভ্যালির চেয়ারম্যান মোহাম্মদ রাসেলকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুনিরা সুলতানা এ জামিনের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস আকবর খান।
তিনি জানান, ২০২২ সালে রাসেদুজ্জামান বাদী হয়ে ৫টি চেক জালিয়াতির মোট ৪৭ লাখ টাকার প্রতারণা মামলা করেন। আজ সেই মামলায় ঢাকার কাশিমপুর কারাগার থেকে ইভ্যালির চেয়ারম্যান মোহাম্মদ রাসেলকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। পরে আসামিপক্ষের আইনজীবী ফেন্সি খান ২টি এবং সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির ৩টি মামলার জামিন আবেদন করেন। আদালত আবেদনকৃত ৫টি মামলায় আসামি রাসেলকে জামিন দেন।
আই এইচ