ইসলামী বিশ্ববিদ্যলয়ে ছাত্রলীগের বর্তমান কমিটিকে অবাঞ্ছিত করার ঘোষনার প্রতিবাদে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিশ্ববিদ্যলয়ের ছাত্রলীগের নেতা কর্মীরা ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল মুজিনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক কমিটির একাংশের আলোচনা সভায় বিশ্ববিদ্যলয়ের উপ রেজিষ্ট্রার আলমগীর হোসেনের বক্তব্যের এক পর্যায়ে ছাত্রলীগের বর্তমান কমিটিকে অবাঞ্ছিত করার কথা বলেন।
এ বক্তব্যের প্রতিবাদে আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করে।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় টেন্টে এসে শেষ হয় । পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রলীগের নেতা কর্মীরা। এসময় নেতা কর্মীরা আলমগীর হোসেনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে ছাত্রলীগকে নিয়ে এরকম মন্তব্য করার ব্যপারে সতর্ক করেন ।
সানবিডি/ঢাকা/তারিকুল/আহো