প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন সাবেক সিনিয়র সচিব মো. আখতার হোসেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) তাকে দু-বছরের জন্য চুক্তিতে এ পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক ছিলেন সিনিয়র সচিব জুয়েনা আজিজ। সম্প্রতি তার মেয়াদ শেষ হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব থাকার সময় গত বছরের ৩০ নভেম্বর অবসরে যান আখতার হোসেন। এখন তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে দু-বছরের জন্য এ নিয়োগ পেলেন।
আখতার হোসেন এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক পদের নির্ধারিত বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
আখতার হোসেন গত বছরের ১২ জানুয়ারি জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সিনিয়র সচিব ছিলেন।
এএ