নওগাঁর বদলগাছীতে মেয়ের বাড়ি ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলা গবোরচাঁপা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল (৫৩) উপজেলা গোয়াল ভিটা গ্রামের আব্বাস আলীর ছেলে।
বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান জানান, সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে মেয়ের বাড়ি লালুকাবাড়ি গ্রামে বেড়াতে যান রফিকুল ইসলাম। ভোর সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি গোয়াল ভিটা গ্রামের যাওয়ার পথে উপজেলা গবোরচাঁপা বাজার এলাকায় একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এম জি