বান্দরবানের থানচিতে র্যাবের সঙ্গে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের গুলিবিনিময় চলছে। এ সময় র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের গুলি মধ্যে বিনিময়ের ঘটনা ঘটে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে রেমাক্রিতে অভিযান শুরু করলে উপজেলার রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনের সদস্যরা।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এখন বান্দরবানে অবস্থান করছেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, রেমাক্রি ব্রিজের কাছে ভোর থেকে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গুলিবিনিময় চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ২৩ জানুয়ারি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরের কাছে ‘গোলাগুলি’র পর নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ২ নেতাকে গ্রেপ্তার করা হয়।
আই এইচ