ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্যসূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৮৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টি কোম্পানির। আর দর কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।
লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৮৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৭২ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্র প্রবণতা রয়েছে। আজ সিএসই সার্বিক সূচক দশমিক ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৫১ পয়েন্টে। এই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
সানবিডি/ঢাকা/আহো