ভয়াবহ ভূমিকম্পে আঘাত হানা তুরস্ক ও সিরিয়াতে এখন পর্যন্ত ৭ হাজার ৮০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ সংখ্যা খুব দ্রুত ৮ হাজারে পৌঁছে যাবে। খবর বিবিসি
ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে নেমেছে দুই দেশের উদ্ধারকর্মীরা। তারা হন্য হয়ে জীবিত মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সোমবার তুরস্কের দক্ষিণাঞ্চে এবং সিরিয়ার উত্তরাঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
তুরস্কে এখন প্রচণ্ড শীত এবং তুষার ঝড় হচ্ছে। এই তীব্র শীতের মধ্যেও দ্বিতীয় দিনের মতো রাতেও উদ্ধার অভিযান অব্যাহত রাখেন উদ্ধারকর্মীরা। কারণ সময় যত পার হচ্ছে ততই ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়াদের বেঁচে থাকার সময় শেষ হয়ে আসছে।
এম জি