সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৬৬৪ বারে ৪ লাখ ৭৯ হাজার ৯২৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৫৪৯ বারে ৪৮ লাখ ৭৪ হাজার ৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭০ কোটি ১৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৮১শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫১৭ বারে ৪ লাখ ২৭ হাজার ৭৬৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- হা-ওয়েল টেক্সটাইলের ২.৬০ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ২.৫৬ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ২.৪২ শতাংশ, আমরা নেটওর্য়াকের ২.৩৪ শতাংশ, আইটি কনসালট্যান্টসের ২.৩৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ এবং লুব-রেফের ১.৬৫ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস