তিন ছাত্রনেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আমরা মৌন মিছিল করেছি। মিছিলে মুখে কালো কাপড় বেঁধে রাবি প্রশাসনের স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদ জানাচ্ছি। আমরা অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।’
মৌন মিছিলে রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু এবং সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবসহ দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেয় ।
উল্লেখ্য, রাবির প্রধান প্রকৌশলী সিরাজুম মুনিরকে মারধরের অভিযোগে ছাত্রলীগের ওই তিন নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো