পানামা পেপার্স ফাঁসের ঘটনায় এবার পদত্যাগ করলেন আর্মেনিয়ার বিচারিক আইন বাস্তবায়ন সেবা বিভাগের প্রধান মিখলান পগদ্যাসিয়ান। সোমবার শীর্ষ এই কর্মকর্তা রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর রয়টার্সের।
পানামা পেপার্স কেলেঙ্কারিতে এর আগে আইসল্যাণ্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসনসহ দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চিলি শাখা প্রধান এবং স্পেনের ভারপ্রাপ্ত শিল্পমন্ত্রী হোসে মানুয়েল সোরিয়া জনগণের দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
তবে তারা প্রত্যেকেই নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
পদত্যাগ সম্পর্কে এক বিবৃতিতে মিখলান বলেন, তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে যেকোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। তবে তার নাম পানামা পেপার্সে থাকলেও কোনো ধরনের দুর্নীতির সঙ্গে নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন মিখলান।
সানবিডি/ঢাকা/আহো